শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস 

পৌষের শেষে এসে ঘন কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও হার কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন বিপাকে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশী ঠান্ডা অনুভূত হচ্ছে। এ অবস্থায় শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষজন ঠান্ডায় সময়মত কাজে বের হতে পারছে না। বেলা বাড়ার সাথে সাথে সৃর্যের কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই আবারও তাপমাত্রা  নিম্নগামী হয়। এ অবস্থায় রাতে ও সকালে খড়কুটো জ্বালিয়ে অনেককে উষ্ণতা নিতে দেখা গেছে।

সদর উপজেলা কাঁচিচর ছত্রপুর এলাকার কৃষক  কুদরত মিয়া বলেন, যতই শীত ও কুয়াশা হোক না কেন জমিতে ঠিকমতো সার দিতে হবে । ভোগডাঙ্গা ইউনিয়নের বাঁশ ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, আজ কুয়াশা কম,সৃর্যের দেখাও মিলছে।কিন্তু আজ ঠান্ডা খুব বেশি মনে হচ্ছে ।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে। 

টিএইচ